মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ফেরিঘাটের পন্টুনসহ আশপাশের অংশে ভাঙনের ফলে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। চাঁদপুরের হরিণা ফেরিঘাটে পন্টুনসহ আশপাশের অনেক অংশজুড়ে ভাঙন দেখা দেওয়ায় মঙ্গলবার রাত ৩টার দিকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙনের ফলে শরীয়তপুর থেকে আসা ফেরি কিশরী ও কলমীলতা হরিণা ঘাটে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে কয়েকটি ট্রাক, যাত্রীবাহী বাসসহ সাধারণ যাত্রীরা।
তবে কখন নাগাদ এই রুটে ফেরি চলাচল শুরু হবে তা বলতে পারছেন না চাঁদপুর হরিণা ঘাটের ব্যবস্থাপক ইমরান খান রুহান।
এর আগে চাঁদপুরের হরিণা থেকে ও শরীয়তপুরের নরসিংহপুর রুটে চলাচলকারকারী তিনটি ফেরির মধ্যে বড় দু’টি ফেরি কস্তুরী ও কবরী বিকল হয়ে যায়।