আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি করার জন্য ভারতের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ বিশেষ অ্যাওয়ার্ডের আয়োজন করেছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব মুম্বাই (এসজেএএম)।
আগামী রোববার মুম্বাই ক্রিকেট ক্লাবে এক অনুষ্ঠানে টেন্ডুলকারকে বিশেষ অ্যাওয়ার্ড দেবে এসজেএএম।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে গেল ২৩ বছর যাবৎ আলো ছড়িয়েছেন টেন্ডুলকার। দু’ধরনের ক্রিকেটের বেশিরভাগ রেকর্ডই নিজের করেছেন তিনি। সেইসঙ্গে সেঞ্চুরির সেঞ্চুরিও দখলে নিয়েছেন এ ক্রিকেটার।
গেল বছরের মার্চে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলে সেঞ্চুরির সেঞ্চুরি করেন টেন্ডুলকার। তাই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি পাওয়ায় টেন্ডুলকারকে অ্যাওয়ার্ডে ভূষিত করবে এসজেএএম। ক্রিকেটের সর্বোচ্চ অর্জনের জন্য তাকে বিশেষ সম্মাননা দেবে তারা।
এছাড়াও বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন অভিষেক নায়ার। রঞ্জিতে মুম্বাইকে শিরোপা এনে দিতে মূখ্য ভূমিকা রাখেন তিনি। সর্বশেষ মৌসুমে ব্যাট হাতে ৯৬৬ রান করেন নায়ার। মহিলা ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড়ের ভূষিত হলেন ওপেনার পুনম রাউত। আর তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আরমান জাফর। হ্যারিস শিল্ড ইন্টার-স্কুল টুর্নামেন্টের ফাইনালে ৪৭৩ রান করেন জাফর।