উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন চলছে

উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন চলছে

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন চলছে। লেনদেনের আধাঘণ্টার মাথায় লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। একই সঙ্গে মোট লেনদেনে অনেকটা অগ্রগতি দেখা যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):  বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৭ পয়েন্টে আসে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত থাকে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৭৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। মঙ্গলবার একই সময়ে লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): ১১টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ১২৫ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত থাকে ৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অর্থ বাণিজ্য