পদ্মায় নাব্য সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পদ্মায় নাব্য সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

poddaপদ্মায় নাব্য সংকটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ হয়ে গেছে। ফলে দুই পারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

এদিকে মঙ্গলবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া ডুবোচরে আটকে থাকা ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, কদিন ধরেই এ নৌরুটের চ্যানেলে ডুবোচরের জন্য ফেরি বেশিরভাগ সময়ই আটকে থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরের চ্যানেল মুখে  প্রবল স্রোতের কারণে বালু দিয়ে চ্যানেলের মুখ বন্ধ হয়ে যায়। এতে ফেরি চলাচল করতে পারে না।

রবিবার যাত্রী সাধারণের কথা বিবেচনা করে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে আগামী ৭২ ঘণ্টার জন্য বাস পারাপার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাস মালিক সমিতি জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা বাস চলাচল ৩ দিনের জন্য বন্ধ রাখছি।

গত কয়েক দিনে নাব্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডুবোচরের সৃষ্টি হয়ে ফেরি চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়। এতে ১০টি রো রো ফেরি বন্ধ রেখে ৩টি কেটাইপ ফেরি দিয়ে পারাপার চলে। এতে উভয় রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে হাজার হাজার যানবাহন। ড্রেজিং কার্যক্রম চলছে। কার্যক্রম দেখতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মজিবুল রহমান পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পরিদর্শনে এসেছেন।

এদিকে বিআইডব্লিউটিএ পাটুরিয়া অফিসের ডিজিএম সাহাদত হোসেন জানান, নাব্য সংকটে সৃষ্ট সমস্যা তাড়াতাড়ি কাটিয়ে উঠার জন্য দ্রুত গতিতে ড্রেজিং কার্যক্রম চলছে। আশা করা হচ্ছে, শিগগির পুরোদমে ফেরি পারাপার করতে পারবে।

বাংলাদেশ