মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১ টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে চার হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয় ৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৪৯টির এবং অপরির্বতিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
অপরদিকে মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-বিএসসিসিএল, গ্রামীণফোন, একটিভ ফাইন, তাল্লু স্পিনিং, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, পদ্মা অয়েল, অলিম্পিক ও আইসিবি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ( সিএসই): গতকাল সোমবার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে চার হাজার ১০০ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ৪৭৮ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৬২ কোটি টাকা।