রাস্তায় নামছে পাঁচশত বিলাসবহুল ট্যাক্সিক্যাব

রাস্তায় নামছে পাঁচশত বিলাসবহুল ট্যাক্সিক্যাব

আসছে আগামী অক্টোবরে পাঁচশত আধুনিক ও বিলাসবহুল নতুন ট্যাক্সিক্যাব। প্রাথমিকভাবে তারা পাঁচশত ট্যাক্সিক্যাব নামালেও পরে তা আরও বাড়ানো হবে।

এই ট্যাক্সিক্যাব রাস্তায় নামাবে বিআরটিএ’র অনুমোদন পাওয়া তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট নামে দুটি কোম্পানি।

নতুন অনুমোদন পাওয়া শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাবে প্রথম দুই কিলোমিটার ৬০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১৫ টাকা নির্ধারণ করেছে এই দুই প্রতিষ্ঠান।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে জাপান থেকে এক্সিওর, টয়োটা প্রিমিও এফ ও এলিয়ন’এর মতো বিলাসবহুল গাড়ি আনবে।

বিআরটিএ বলছে, নতুন ট্যাক্সিক্যাব আসলে যাতায়াতের দুর্ভোগ থেকে অনেকটাই মুক্ত হবে রাজধানীর মানুষ।

বাংলাদেশ