চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুজিঁবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আধাঘণ্টার মাথায় অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। গত কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু হলেও দিন শেষে কমেছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই): বেলা ১১ টা ৩ মিনিটে ডিএসইএঙ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৫ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত থাকে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৯৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই): একই সময়ে সিএসই’তে সাধারণ মূল্য সূচক ১৬১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪২ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত থাকে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড