জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত ১১টি দেশের কূটনীতিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরেবাংলানগরে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ অন্য ১০টি দেশের কুটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন।এছাড়াও জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও ইউএনডিপি’র প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছেন।
বেলা পৌনে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। তারপর একে একে আসেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন।
সূত্রে জানা যায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সাথে বিস্তারিত আলোচনা করবেন এ সকল রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।