ইসিতে ১২টি দেশের কূটনৈতিকদের বৈঠক চলছে

ইসিতে ১২টি দেশের কূটনৈতিকদের বৈঠক চলছে

comisonজাতীয় নির্বাচনকে সামনে রেখে  ঢাকায় নিযুক্ত ১১টি দেশের কূটনীতিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরেবাংলানগরে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ অন্য ১০টি দেশের কুটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন।এছাড়াও জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও ইউএনডিপি’র প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছেন।

বেলা পৌনে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। তারপর একে একে আসেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন।

সূত্রে জানা যায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সাথে বিস্তারিত আলোচনা করবেন এ সকল রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

বাংলাদেশ