মহাসড়কে নসিমন বন্ধের দাবিতে বাস মালিক-শ্রমিকদের অবরোধ

মহাসড়কে নসিমন বন্ধের দাবিতে বাস মালিক-শ্রমিকদের অবরোধ

খুলনা বিভাগের ১৭টি রুটে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকেই এ অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি শুরু হয়।

মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক এবং মহেন্দ্রসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধের দাবিতে খুলনায় অবরোধ কর্মসূচি পালন করছে বাস মালিক-শ্রমিকরা।

সোমবার বেলা ১১টা থেকে এ অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি শুরু হয়।

এ ব্যাপারে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা রাইজিংবিডিকে বলেন, খুলনা বিভাগের ১৭টি রুটে নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ না হওয়ায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি দেয়া হয়েছে।

তিনি বলেন, কর্মসূচি চলাকালে মোটর সাইকেলও চলতে দেয়া হবে না।

এসব যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে

বাংলাদেশ