মেক্সিকোয় আঘাত হানতে পারে ঝড় ‘ফার্নান্ড’

মেক্সিকোয় আঘাত হানতে পারে ঝড় ‘ফার্নান্ড’

maxcoরোববার মেক্সিকো উপসাগরে  গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নেয়া ‘ফার্নান্ড’ সোমবার দিনের প্রথমদিকে দেশটির উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টির প্রভাবে ভেরাক্রুজ ও পার্শ্ববর্তী তাবাস্কো ও তামাউলিপাস রাজ্যে ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউ হতে পারে।

সোমবার ভেরাক্রুজের গভর্নর জেভিয়ার দুয়ার্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

গ্রিনিচ মান সময় ২২৩০টায় ঝড়টি রাজ্যের প্রধান বন্দর ভেরাক্রুজের ৪৫ কিলোমিটার (২৮মাইল) পূর্ব থেকে ঘণ্টায় ১৯ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

চলতি বছর আটলান্টিকের যে ঝড়গুলোর নাম দেয়া হয়েছে ফার্নান্ড এদের মধ্যে পঞ্চম। অঞ্চলটিতে ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হারিকেন মৌসুম।

এদিকে প্রশান্ত মহাসাগরে মেক্সিকোর উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নেয়া আইভো শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হচ্ছে।

সূত্র: এএফপি

আন্তর্জাতিক