শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার চাইলে আলোচনা করতে রাজি আছি।
সোমবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ড. ইউনূস।
ড. ইউনূস বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে। এখন সরকার যদি এতে সায় দেয় তাহলে আলোচনা হতে পারে।
নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, নির্বাচনকালীন অশান্তির চেয়ে আমার কাছে প্রধান নির্বাচন উত্তর অশান্তি। আগামী প্রজন্মকে কোন বাংলাদেশ দেবো, তা নির্ভর করেছে এর ওপরই।
সবশেষে ইউনূস বলেন, দেশের জনগন আমাদের পক্ষে আছে। তারা জানেন, আমরা কিভাবে মানুষের সেবা করছি।