যত রেকর্ড ‘চেন্নাই এক্সপ্রেসে’র

যত রেকর্ড ‘চেন্নাই এক্সপ্রেসে’র

chaniএকের পর এক রেকর্ড করেই চলেছে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। ইতোমধ্যে ভারতেই ছবিটির ব্যবসা ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। তাছাড়া চলতি বছরের সেরা আয় করা ছবিও এই চেন্নাই এক্সপ্রেস।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করেন, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন্ মুম্বাই দোবারা’ ফ্লপ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ ভারতেই ২০০ কোটি ছাড়িয়েছে।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে ঢুকেছে ৭৫ কোটি রুপির বাজেটে নির্মিত রোহিত শেঠির এ ছবিটি। শুধু মুম্বাই, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোরের মতো ভারতের বড় শহরগুলোতেই নয়, ছোট শহরগুলোতেই ছবিটি ভালো ব্যবসা করেছে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ভারতের বাইরে আমেরিকা, লন্ডন, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে ছবিটি ভালো ব্যবসা করেছে।

ভারতে এ পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে সবচেয়ে বেশি আয় করা ছবি হচ্ছে ‘চেন্নাই এক্সপ্রেস’।

এমনকি সপ্তাহান্তেও সবচেয়ে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি আয় করার রেকর্ডটি ‘চেন্নাই এক্সপ্রেস’রই দখলে। তাছাড়া সবচেয়ে দ্রুত ১৫০ কোটি রুপি আয় করা ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’।

তবে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবিগুলোর মধ্যে ছবিটি তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন