শ্রমিকদের মজুরি ৫০ শতাংশের বেশি দিতে নারাজ বিজিএমইএ

শ্রমিকদের মজুরি ৫০ শতাংশের বেশি দিতে নারাজ বিজিএমইএ

bgmeaপোশাক শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি দিলে দেশের অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। শ্রমিকদের মজুরি ৫০ শতাংশের বেশি দিতে নারাজ এ সংগঠনটি।

তৈরি পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন-ভাতা নির্ধারন নিয়ে শনিবার বিকালে বিজিএমইএতে অনুষ্ঠিত বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে আরো জানা গেছে, পোশাক শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যূনতম বেতন আট হাজার টাকা দাবি করে আসছিলো; কিন্তু তাদের এ দাবির সঙ্গে একমত হতে  পারছে না বিজিএমইএ। শ্রমিকদের বেতন ভাতা ৫০ শতাংশের বেশি বাড়ানো সম্ভব না বলেও বৈঠকে উপস্থিত পরিচালকরা মত দিয়েছেন।

উল্লেখ্য, বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে বৈঠকে ছিলেন এফবিসিসিআইএ’র সাবেক সভাপতি কে আজাদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মোর্শেদী, বর্তমান সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, রিয়াজ-বিন-মাহমুদসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

অর্থ বাণিজ্য