বৃষ্টির কারণে সিরিজে অন্তত একটা জয়ের আশাও নিরাশায় পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার। ওভাল টেস্টের চুতর্থ দিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় জয়ের শেষ সুযোগটিও নিশ্চিতভাবেই শেষ হয়ে গেলো অস্ট্রেলিয়ার।
ওভালে দিনের খেলা শুরুর আগে মুষলধারায় বৃষ্টি হয়েছে। তখন থেকেই ধারণা ছিলো ভেসে যেতে পারে এ খেলা; শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি করেই পরিত্যাক্ত হয়েছে অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনটি। ফলে দিনের খেলা শুরু হওয়ার সময়ের কিছুক্ষণ পরই আম্পায়ারদ্বয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে দেন।
অস্ট্রেলিয়ার করা ৪৯২ রানের প্রথম ইনিংসের জবাব দিতে গিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৪৭ রান।
স্বাগতিকরা ইতোমধ্যেই ৩-০ তে জিতে নিয়েছে সিরিজ। শেষ টেস্টে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিলো অন্তত একটি জয় হলেও লাভ করার, কিন্তু সে সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগলোনা। ম্যাচের পুরো একটি দিন এখনো বাকি থাকলেও সেদিনে ইংল্যান্ড হারিয়ে ফেলার মতো ঘটনা অস্ট্রেলিয়ার পক্ষে ঘটানো আর সম্ভব নয়। এখনো নিজের প্রথম ইনিংসই শেষ করেনি ইংলিশরা।
ইংলিশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগস্টে এভাবে কখনো বৃষ্টি হয়না। তবুও শনিবার পুরো দিন বৃষ্টি হয়েছে। তবে রবিবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা