আজ মাঠে নামছে মেসিহীন বার্সা

আজ মাঠে নামছে মেসিহীন বার্সা

barলিওনেল মেসিকে ছাড়াই স্প্যানিশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে লিগটির বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ রোববার এ ম্যাচে বার্সার প্রতিপক্ষ মালাগা। গত মৌসুমে চমক দেখানো মালাগা বাংলাদেশ সময় রাত একটায় জেরার্ডো মার্টিনোর বার্সাকে আতিথ্য দেবে। এবার বার্সেলোনা উড়ন্ত জয় দিয়েই স্প্যানিশ লিগে যাত্রা শুরু করে। লিওনেল মেসি ও পেড্রোর জোড়া গোলে লেভান্তকে ৭-০ ব্যবধানে হারায় বার্সা। তবে এর দুই দিন বাদে স্পেনিশ সুপার কাপে জাভি হার্নান্দেজ ও আন্দেস ইনিয়েস্তাদের সেই জয়যাত্রাকে থামিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। সুপার কাপের প্রথম পর্বে ১-১ গোলে নেইমারের সুবাদে ড্র করে তারা। এমনকি বার্সা ভক্তদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন মেসি। তাই মালাগার বিপক্ষে লিগের দ্বিতীয় ম্যাচে খেলছেন না টানা চারবারের ফিফা বর্ষসেরা এ ফুটবলার। তারপরেও মালাগার বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মার্টিনো। বার্সার নতুন কোচ বলেন, “ইনজুরির কারণে মেসিকে ছাড়াই খেলতে হবে আমাদের। তবে মেসির অবস্থার উন্নতি হচ্ছে। তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ফিজিওরা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে মেসির বিষয় নিয়ে বসে থাকলে তো চলবে না। দলের বাকী খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে হবে আমাদের। আমাদের দলে অনেক উচু মানের খেলোয়াড় আছেন। আশা করছি টানা দ্বিতীয় জয়ের স্বাদ পাবো আমরা।

খেলাধূলা