রিমান্ড শেষে আদালতে ‘ঐশী’

রিমান্ড শেষে আদালতে ‘ঐশী’

oshiবাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় মেয়ে ঐশীসহ তিনজনকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে।

জানা গেছে, ঐশী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারে। সেজন্য হয়তো তার আর রিমান্ড নাও হতে পারে। যদিও পুলিশ বলছে, ঐশী  জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিয়েছে। তাই খুনের ঘটনার রহস্য পুরোপুরি উদঘাটন করতে ঐশীকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আদালত সূত্র জানায়, রিমান্ডে থাকা অবস্থায় ঐশী দোষ স্বীকার করতে রাজি হওয়ায় তাকে আদালতে আনা হয়েছে। তবে দোষ স্বীকার করার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

আদালতের পল্টন থানা জিআর সেকশনের মুন্সি জাহিদ জানান, সবকিছু ঠিক থাকলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত ঐশীর জবানবন্দি রেকর্ড করবেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করা হয়। ১৭ আগস্ট নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে। এরপর পাঁচ দিন রিমান্ডে নিয়ে ঐশী ও অন্য দুই আসামিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

বাংলাদেশ