পেঁয়াজের দাম কমলেও বেড়েছে চাল,আদা ও মাছের দাম

পেঁয়াজের দাম কমলেও বেড়েছে চাল,আদা ও মাছের দাম

massবাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে বেড়েছে চাল,আদা ও মাছের দাম। এ সপ্তাহের শুরুর দিকে আদার দাম ছিল ১৪০ টাকা। সপ্তাহের শেষে প্রতি কেজিতে ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকা।

এদিকে টিসিবি’র পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করে। দাম কমায় পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। দাম পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে সরকারের নেয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

সপ্তাহের শুরুতে পাইকারি বাজারে আদার দাম ছিল ১৩০ টাকা। সপ্তাহের শেষে প্রতি কেজিতে ৩০-৩৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা।

শনিবার সকালে রাজধানীর কাওরান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

হঠাৎ করে আদার দাম বাড়ার কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। দোকানদারদের কাছে জানতে চাইলে তারা কিছুই বলতে পারছেন না। তবে অনেকে ধারণা করছেন ভারত থেকে আমদানি বন্ধ থাকার কারণে আদার দাম বাড়তে পারে।

এদিকে মুদি দোকানে গিয়ে দেখা গেছে পেঁয়াজের দাম কমতে শুরু করছে। প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা, চায়না বড় রসুন ৬৫ টাকা, দেশী ৭০ টাকা, একদানা রসুন ১২০ টাকা, চায়না আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে ৪৮ টাকা, নাজিরসাইল ৫২ থেকে ৫৫, লতা ৩৮ থেতে ৪০ টাকা, মোটা চাল ৩৬ থেকে ৩৮ টাকা, পোলাও ৯৬ থেকে ১০০ টাকা।

গুরা মরিচ ২০০ টাকা এবং হলুদ বিক্রি হচ্ছে ১২০ টাকা, ধনিয়া ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দারুচিনি ২৮০ টাকা, এলাচি ১ হাজার ৬০০ টাকা, জিরা ৪২০, দেশী মশুর ডাল ১০৫, ভারতীয় মসুর ডাল ৮০, খেসারি ডাল ৫০, আ্যাংকর ডাল ৪৫, মুগ ডাল ১২০ টাকা। সয়াবিন খোলা ১১৬ টাকা, সয়াবিন লিটার ১৩২ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কাঁচাবাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, সিম ৮০-১০০, ঝিঙ্গা ৪০, মুলা ৩০, আলু ১৮-২০ টাকা, গাজর ৬০, করল্লা ৫০, ঢেড়স ৫০, পটল ৩০, পেঁপে ২৫, কচুর লতি ৫০, বরবটি ৫০, টমেটো ১২০, চিচিঙ্গা ৫০, মিষ্টি কুমড়া সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে।

এছাড়া সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে এক কেজি ওজনের ইলিশের হালি তিন হাজার ২০০ টাকা। এক কেজি ওজনের ইলিশের পিস ৯০০ টাকা, ঝাটকা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কৈ মাছের কেজি ২৫০ টাকা, চন্দনা ইলিশ বিক্রি হচ্ছে ১৬০ টাকা, পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৫০ টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সিলভার কাপ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাতলা মাছ ৪৫০ ও রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। বড় চিংড়ি এক হাজার টাকা, টাকি মাছ ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ২৮০ টাকা, খাসির মাংস ৪২০ টাকা। দেশী মুরগি ২৮০-৩৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ ও লেয়ার মুরগি ১৯০ টাকা, হাঁস ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অর্থ বাণিজ্য