ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা দু’দিনের সফরে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে অগ্রগতি পর্যালোচনা করতেই কৃষ্ণার এ সফর বলে সূত্রের খবর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সফরের এখনও আনুষ্ঠানিক ঘোষণা নয়াদিল্লির সাউথ ব্লক থেকে দেওয়া হয়নি। তবে চলতি সপ্তাহের শেষনাগাদ তা জানানো হবে।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনার পরই ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা সফরে এসএম কৃষ্ণা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

দীপু মনির সঙ্গে কৃষ্ণার বৈঠকের আলোচ্যসূচির মধ্যে থাকবে তিস্তার পানিবণ্টন চুক্তি, ছিটমহল বিনিময়ের অগ্রগতি, উত্তরপূর্ব ভারতের জঙ্গি দমনে নয়াদিল্লির পদক্ষেপ, ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট প্রভৃতি।

সাম্প্রতিক সময়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিককে নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে সৃষ্ট দুই দেশের সম্পর্কের প্রভাব মেটাতেও চেষ্টা করবেন এসএম কৃষ্ণা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম অবশ্য এই ঘটনার জন্য আগেই দুঃখপ্রকাশ করেছেন। এ বিষয়টিও বাংলাদেশকে জানাবেন তিনি।

ঢাকা সফর শেষে এসএম কৃষ্ণা ১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ শীর্ষ খবর