রাজ্জাকের আসনে উপ-নির্বাচন ১৫ মার্চ

রাজ্জাকের আসনে উপ-নির্বাচন ১৫ মার্চ

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুর পর শূন্য হওয়া শরিয়তপুর-৩ আসনে আগামী ১৫ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, এই উপ-নির্বাচনের জন্য বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করবে ইসি।

গত ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রাজ্জাক। শরীয়তপুরের ডামুড্যা থেকে তিনি প্রত্যেক বারই নির্বাচন বিজয়ী হয়েছেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আশা করি, গত সব নির্বাচন যতটা স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে নতুন নির্বাচন কমিশন এসে একইভাবে নির্বাচন অনুষ্ঠান করবে। বর্তমান কমিশন তার প্রস্তৃতি রেখে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শরীয়তপুরবাসীকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ শীর্ষ খবর