মিশরের মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদিইকে মঙ্গলবার কায়রো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মোহাম্মদ বাদিয়িকে পূর্বাঞ্চলীয় নাসর শহরের একটি এপার্টমেন্টে আটক রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ৭০ বছর বয়সী বাদিই বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন।
গত শুক্রবার মোহাম্মদ বাদিয়ির ছেলে আমর বাদিয়ি একটি বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন।
এরই মধ্যে ব্রাদারহুডের সিনিয়র নেতাদের অধিকাংশই গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে বাদিইর ডেপুটি খাইরাত-আল-শাতিরও রয়েছেন।
গ্রেপ্তারের আগে সেনাশাসন বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাদিই। তার বিরুদ্ধে হত্যামামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম।
মিশরের ইতিহাসে প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী উৎখাত করার পর থেকেই সেনাশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।
আন্দোলনরত নিরস্ত্র মুরসি সমথর্কদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে মিসরের সেক্যুলার ও আমেরিকাপন্থি সেনা-সমর্থিত সরকার।
গত বুধবার থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৩০০০ মুরসি সমর্থক জন নিহত হয়েছেন। তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ৯০০। নিহতদের মধ্যে শতাধিক পুলিশ এবং সেনাসদস্যও রয়েছেন।