আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগের পাশাপাশি দল গোছাতে মাঠে নামছে আওয়ামী লীগের ১৫ টিম। এ টিমগুলো আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এক যোগে কাজ করবে। এসব টিম জনগণের কাছে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন।
রোববার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী, ভ্রাতৃপ্রতিম সর্বহস্তরের সংগঠন, নেতা-কর্মী এবং সমর্থকদের ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক-সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদককে তার বর্তমান পদের দায়িত্ব পরিবর্তন করে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। আওয়ামী লীগ নেতা এস. এম. কামাল হোসেনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরূপে অন্তুভুক্ত করা হয়।