জরুরি ভিত্তিতে ৫ হাজার টন পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত

জরুরি ভিত্তিতে ৫ হাজার টন পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত

piagহঠাৎ করে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ৫ হাজার মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এ ব্যাপারে টিসিবির গণসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, পেঁয়াজের দাম বাড়া নিয়ে গণমানুষে অসন্তোষের মধ্যে সোমবার বিকেলে টিসিবির এক বোর্ড সভায় জরুরি ভিত্তিতে এই আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় ব্যবসায়ীরা সরকারকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির পরামর্শ দেন।

গত এক সপ্তাহে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে এখন রাজধানীর বাজারগুলোতে তা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যেটি রমযানেও ছিল ৪০/৪৫ টাকার মধ্যে।

টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন করির জানিয়েছেন, ‘সরাসরি, কোটেশন ও টেন্ডার- এই তিন পদ্ধতিতে এই পেঁয়াজ আমদানি করা হবে।’

বাজার দ্রুত স্থিতিশীল করতে ভারত ও মিয়ানমার থেকে সরাসরি পদ্ধতিতে পেঁয়াজ আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমদানি করা এই পেঁয়াজ আগামী সপ্তাহের মধ্যে খোলা বাজারে পাওয়া যাবে।’

তবে, আমদানি করা ওই পেঁয়াজ বাজারে কি দামে বিক্রি হবে তা এখনো জানায়নি টিসিবি।

 

অর্থ বাণিজ্য