বেনজির হত্যা মামলায় মোশাররফ অভিযুক্ত

বেনজির হত্যা মামলায় মোশাররফ অভিযুক্ত

bangir২০০৭ সালে ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টোকে হত্যার দায়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়।

সরকারি আইনজীবীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টোকে আততায়ীরা হত্যা করে। ওই ঘটনায় হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার জন্য মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, জেনারেল পারভেজ মুশাররফ জনগণের উদ্দেশ্যে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। যদিও তিনি আদালতের শুনানিতে এই অভিযোগ অস্বীকার করেছেন। আদালত ২৭ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে।

২০০৭ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাওয়ালপিন্ডিতে এক র‍্যালিতে অংশ নেন বেনজির। সেখানেই এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

১৯ এপ্রিল থেকে পারভেজ মোশাররফকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

আন্তর্জাতিক