আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

akhaura20121019063340ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বুধবার থেকে আগামি শনিবার পর্যন্ত ৪ দিন ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

১১ আগস্ট রবিবার থেকে পুনরায় চালু হবে স্থলবন্দরের কার্যক্রম।তবে স্থলবন্দর বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন এইমাত্র ডট কমকে জানান, ঈদকে ঘিরে বুধবার থেকে শনিবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখা হচ্ছে।৪ দিন আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর