বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন বারাক ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বে সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। বুধবার ঢাকাস্থ আমেরকিান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান বারাক ওবামা।

বিজ্ঞপ্তিতে ওবামা বলেন, একটি মাসে রোজারত অবস্থায় মুসলমানরা প্রার্থনা এবং সেবা, উপবাস এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে।

ওবামা বলেন, হোয়াইট হাউসে চলতি বছরের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের অনেক মুসলমানের মধ্যে কিছু সংখ্যকের সঙ্গে সময় কাটিয়ে আমি গর্বিত যারা আমাদের গণতন্ত্রকে সমৃদ্ধ এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে। আমাদের মধ্যে অনেকে আমাদের মুসলমান বন্ধু এবং সহকর্মীর সঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, এ এক ঐতিহ্য যা আমাদের আর্শীবাদের জন্য কৃতজ্ঞ হতে এবং আমাদের মধ্যে কম সৌভাগ্যবানদের প্রতি সমবেদনা দেখাতে স্মরণ করিয়ে দেয়। এই কম সৌভাগ্যবানদের মধ্যে রয়েছে লাখ লাখ সিরীয় যারা তাদের বাড়িঘর, পরিবার এবং প্রিয়জনদের বাস্তুচ্যুত রেখে রমজান পার করেছে।

ওবামা বলেন, এই ঈদুল ফিতরে চাহিদাগ্রস্ত অনেক সিরীয়ানদের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৯ কোটি ৫০ লাখ ডলার খাদ্য সহায়তা ও অন্যান্য মানবসহায়তা প্রদান করছে যার ফলে চলমান সমস্যার শুরুর পর থেকে সিরিয়ান জনগণের প্রতি আমাদের মানবিক অবদান ১০০ কোটি ডলারের ঊর্ধ্বে উন্নীত হয়েছে। লাখ লাখ আমেরিকানের জন্য ঈদ আমেরিকার অনেকগুলো প্রথার অন্যতম চমৎকার নিদর্শন এবং আমি সকল মুসলমানদের এক আশীর্বাদময় এবং আনন্দঘন ঈদ উদযাপন কামনা করছি। ঈদ মুবারাক।

আন্তর্জাতিক শীর্ষ খবর