বহুল আকাঙিক্ষত কুড়িল ফ্লাইওভার চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ৩০৬ কোটি ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটি রাজউকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা ফ্লাইওভার উদ্বোধন সম্পর্কে জানিয়েছেন, ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন ফ্লাইওভারের নিচ দিয়ে সংযোগ সড়ক এবং সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
এর আগে ২০১০ সালের ২ রা মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈঘ্যের্র এই ফ্লাইওভার নির্মাণে প্রথমে ২৫৪ কোটি টাকা ব্যয় ধরা হলেও শেষ পর্যন্ত তা বেড়ে ৩০৬ কোটি টাকা হয়। প্রকল্পের পুরো অর্থ রাজউকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়।
ফ্লাইওভারের উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট, প্রস্থ ৩০ দশমিক ১৮ ফুট। পাইল ২৯২ টি, পাইল ক্যাপ ৬৮ টি এবং পিয়ার ৬৭টি। ফ্লাইওভারটি নির্মাণ করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তি মালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
ফ্লাইওভারের লুপ চারটি। বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এই চার দিক দিয়ে ফ্লাইওভারে ওঠানামা করা যাবে। ফ্লাইওভারটি সম্পূর্ণ টোল- ফ্রি।
এ ছাড়া ফ্লাইওভারের নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে তিনটি সংযোগ সড়ক।
রাজউক চেয়ারম্যান আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে নকশা তৈরি করে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ চলাকালে রাজউক যথাযথভাবে নজরদারিও রাখে। ফ্লাইওভারটি এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।