সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু

সপ্তাহের  শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারেই সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। পূর্বে সিদ্ধান্ত মোতাবেক এ দিন ডিএসইএন বা সাধারণ সূচক উঠিয়ে নেয়া হয়েছে। লেনদেনের শুরুতেই উভয় বাজারের অধিকাংশ শেয়ার দাম কমেছে। বেলা ১১টা ২৮ মিনিটে ডিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের মধ্য দাম কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই): বেলা ১১টা ২৮ মিনিটে ডিএসই’তে সূচক ২২ পয়েন্ট কমে ৩ হাজার ৯১৮ পয়েন্টে, ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৬ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত থাকে ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৫৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): একই সময়ে সিএসই’তে সাধারণ মূল্য সূচক ৭৫ পয়েন্ট কমে ৭ হাজার ৭২৯ পয়েন্টে আসে। এ সময় লেনদেন হওয়া ৭১টি কোম্পানির দাম বেড়েছে ২৭টির, কমেছে ৪১টি এবং অপরিবর্তিত থাকে ৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড শেয়ারের। মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৬৬  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অর্থ বাণিজ্য