বাংলাদেশের নিরাপত্তা বাহিনী প্রায়ই রাজপথে বিক্ষোভের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে থাকে। কিন্তু সরকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনেনি।
বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা সম্পর্কিত এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আর এতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিহত হয়েছে অন্তত ১৫০ জন। আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। গ্রেপ্তার করা হয়েছে বড়সংখ্যক বিক্ষোভকারীকে। কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাদিহির ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।