সেনা সমর্থিত সরকারের হুমকি উপেক্ষা করে রাতভর লাখো মুরসি সমর্থকের বিক্ষোভ

সেনা সমর্থিত সরকারের হুমকি উপেক্ষা করে রাতভর লাখো মুরসি সমর্থকের বিক্ষোভ

misorবৃহস্পতিবার রাজধানী কায়রোতে রাতভর বিক্ষোভ করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির লাখ লাখ সমর্থক। মিশরের সেনা সমর্থিত সরকারের হুমকি উপেক্ষা করে তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বুধবার এক বিবৃতি সেনা সমর্থিত সরকার মুরসি সমর্থকদের লাগাতার অবস্থান কর্মসূচিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ উল্লেখ করে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেয়ার ঘোষণা দেয়।

মুরসির পুনর্বহাল দাবিতে গত ২৮ জুন থেকে কায়রোর রাবা আল-আদাবিয়া এবং নাহদা স্কয়ারে অবস্থান করছে লাখ লাখ জনতা। সেনা সমর্থিত সরকারের হুমকির পর মিশরে আবারো মুরসি সমর্থকদের ওপর গণহত্যার আশঙ্কা প্রবল হয়েছে।

জুলাইয়ের প্রথম ও শেষ দিকে মুরসি সমর্থকদের ওপর দুদফা গণহত্যা চালায় সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যাতে অন্তত নিরস্ত্র আড়াইশ’ মুরসি সমর্থক নিহত হন। আহত হন কয়েকক হাজার।

শক্তি প্রয়োগ করে মুরসি সমর্থকদের উৎখাত করার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে মিশরের সেনা সমর্থিত সরকারের অন্যতম পৃষ্ঠপোষক আমেরিকাও। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে অন্তবর্র্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক