নৌকা মার্কায় ভোট দিন ‘মুই ফিরি আসিম’

নৌকা মার্কায় ভোট দিন ‘মুই ফিরি আসিম’

goyপ্রমবারের মত কোনো জনসভার মঞ্চে সজীব ওয়াজেদ জয়কে দেখা গেল সাদা পাঞ্জাবি-পাজামা, উপরে মুজিব কোট এবং চোখে কালো গ্লাস। তর্জনী উঁটিয়ে বক্তৃতাও দিলেন শেখ মুজিবুর রহমানের মতো।
বক্তৃতায় তিনি বললেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নতি হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীপুত্র।
বুধবার রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন জয়।
জয় তার বক্তৃতায় রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আপনাদের কথা দিলাম ‘মুই ফিরি আসিম’ (আমি ফিরে আসবো)। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের কথা কখনও ভুলবো না। যেখানেই থাকি উত্তরবঙ্গের উন্নয়ন করতেই থাকবো। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় মার্কায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকবে।’
বঙ্গবন্ধু দৌহিত্র জয় বলেন, ‘সারা পীরগঞ্জে বিদ্যুৎ আসবে। মঙ্গা ফিরে আসবে না। আর যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে তবে এখানকার মানুষের উন্নয়ন হবে না। বিদ্যুৎ আসবে না, মঙ্গা ফিরে আসবে।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে তিনি হেলিকপ্টার যোগে ফতেহপুরে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে নামেন সজীব ওয়াজেদ। পনের মিনিট পর হেলিকপ্টারে করে ফতেহপুর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন, মেয়ে সায়মা হোসেন পুতুল ও পুত্রবধূ ক্রিস্টিনা। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন তারা সঙ্গে। প্রধানমন্ত্রীর পরিবারকে স্বাগত জানাতে হেলিপ্যাডের চার পাশে ছিল শত শত মানুষের ভিড়।

বাংলাদেশ রাজনীতি