প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসের ১৪ তারিখে মাঠে নামবে ইতালি-আর্জেন্টিনা।
ওই প্রীতি ম্যাচের জন্য ২২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আর্জেন্টিার কোচ আলেহান্দ্রো সাবেলা। দলে আছেন চারবারের বর্ষসেরা লিওনেল মেসি। আক্রমণ ভাগে বার্সা তারকার সঙ্গে আছেন অ্যাঞ্জেলা ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়েনও।
বুয়েন্স এইরেসের সাবেক আর্চবিশপ ও আর্জেন্টাইন শীর্ষ সারির ক্লাব স্যান লরেঞ্জোর আজীবন সমর্থক পোপ ফ্রান্সিসের উপস্থিতি এই ম্যাচে অন্য মাত্রা যোগ করবে।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক- সার্জিও রোমেরো, ওস্কার উস্তারি ও মারিয়ানো আন্দুজার; ডিফেন্ডার- হুগো ক্যাম্পাগনারো, ফেদেরিকো ফার্নান্দেজ, এজিকুয়েল গ্যারে, মারকোস রোজো, পাবলো জাবালেতা, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, ক্রিস্টিয়ান আনসালদি ও হোসে বাসান্তা; মিডফিল্ডার- হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, অগাস্তফার্নান্দেজ, রিকার্ডো আলভারেজ, লুকাস বিজলিয়া ও এরিক লামেলা; ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো পালাসিও, গঞ্জালো হিগুয়েন ও এজিকুয়েল লাভেজ্জি।