আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশকে প্রপাগান্ডার দেশ উল্লেখ করে বলেছেন, এ দেশে যে যত বেশী গুজব, অশালীন ও অশ্লীলভাষায় কথা বলতে পারে তাদেরই জয় জয়কার।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ আয়োজিত “সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন গ্রহনযোগ্যতা হারাচ্ছে বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের কমিশনের উদ্দেশ্যে বিরোধী দলের ঢালাওভাবে এমন নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন শক্তিশালি হলে গণতন্ত্রের ভীত মজবুত হয়।
সংবিধানের ৯১/এ ধারা বিলুপ্তির বিষয়ে দপ্তরবিহীন এ মন্ত্রী বলেন, এ ধারা বাতিল করলে বা থাকলে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালি করতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সভাপতি এম কে এম রানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তাজুল ইসলাম এমপি, মিজু আহমেদ, অরুণ সরকার রানা প্রমুখ।