ঢাকা-চট্টগ্রামের রাস্তায় নামছে ‘জিপিএস’ প্রযুক্তির ট্যাক্সিক্যাব

ঢাকা-চট্টগ্রামের রাস্তায় নামছে ‘জিপিএস’ প্রযুক্তির ট্যাক্সিক্যাব

yaxiঅক্টোবর মাস থেকে ঢাকা ও চট্টগ্রামে ২৪ ঘণ্টার সার্ভিসে নামতে যাচ্ছে ‘জিপিএস’ প্রযুক্তির পাঁচ হাজার নতুন  ট্যাক্সিক্যাব। সেনা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে এসব ট্যাক্সি পরিচালিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানান তিনি।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জাপান থেকে আমদানি করা এসব ট্যাক্সিক্যাব গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি সংবলিত। এ প্রযুক্তির সহায়তায় ট্যাক্সির অবস্থান নিশ্চিত হওয়া যাবে।

পাঁচ হাজার ট্যাক্সির মধ্যে ঢাকা মহানগরীতে সাড়ে ৩ হাজার ও চট্টগ্রাম মহানগরীতে দেড় হাজার চলাচল করবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি এই ট্যাক্সিগুলো তত্ত্বাবধান করবেন বলেও জানান এ মন্ত্রী

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আরো উপস্থিত ছিলেন:- রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি ও অন্যান্য বিভাগীয় কমিশনাররা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

বাংলাদেশ