বিজিএমইএ ভবন ঘেরা করে রেখেছে শ্রমিকরা

বিজিএমইএ ভবন ঘেরা করে রেখেছে শ্রমিকরা

bgmeaশ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন ও শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে বিজিএমইএ ভবন ঘেরাও করে রেখেছেন ইএসই নিটওয়্যারসের শ্রমিকরা।

সোমবার বেলা সাড়ে ১১টার থেকে বিজিএমইএ ঘেরাও করে রেখেছেন তারা।

শ্রমিকদের অভিযোগ সংবাদ মাধ্যমকে বলেন, গত ১১ জুলাই ৩০০ শ্রমিককে ছাঁটাই ও কর্মীদের ওপর শারীরিক নির্যাতন করে গার্মেন্টস কর্তৃপক্ষ।

জাতীয় গার্মেন্টস দর্জি ফেডারেশনের নেতৃত্বে শ্রমিকরা বিজিএমইএ’র মূল গেট অবরুদ্ধ করে রেখেছেন।

ইএসই গার্মেন্টসের কর্মীরা জানান, আমাদের নিয়মিত বেতন-বোনাস না দেওয়ার প্রতিবাদ জানালে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তাছাড়া প্রতিবাদ করায় শ্রমিকদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়। কথায় কথায় তারা শ্রমিক ছাঁটাই করে। এভাবে কথায় কথায় আর শ্রমিক ছাঁটাই চলতে দেওয়া হবে না।

এসময় তারা গার্মেন্টসের মালিককে অবিলম্বে শ্রমিকদের সামনে আসার দাবিও জানান।

বাংলাদেশ