রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

priankaভারতের রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের মধ্য দিয়েই রাজনীতিতে যাত্রা শুরু করতে চানা তিনি।

তবে এখন পর্যন্ত গান্ধী পরিবার থেকে এমন ঘোষণা না এলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার রাজনীতিতে আসছেন প্রিয়াঙ্কা।

রায় বেরিলি ও আমেথিতে গান্ধী পরিবারের প্রভাবকে আরও দৃঢ় করার জন্যই সে আসন থেকে প্রিয়াঙ্কাকে মনোনয়ন দিতে পারেন মা সোনিয়া।

অনেক আগে থেকেই আমেথির সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘আমেথির ডঙ্কা, বেটিয়া প্রিয়াঙ্কা’ অর্থাৎ আমেথির গর্ব আমাদের মেয়ে প্রিয়াঙ্কা।

গান্ধী পরিবার এতদিন এ ইমেজকে গুরুত্ব না দিলেও এবার নড়চড়ে বসতে যাচ্ছে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য।

১৯৯৯ সালে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নন। সে সময় সবাই হেসেছিলেন। প্রিয়াঙ্কা রাজনৈতিক পরিবারের ঐতিহ্যকে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন।

তবে তার ইচ্ছা-অনিচ্ছায় খুব একটা কিছু যায় আসে না। কংগ্রেসের সম্মুখ লড়াইয়ে প্রিয়াঙ্কা ও তার খ্যাতিকে প্রয়োজন। কংগ্রেসের ঐতিহ্য ধারণকারী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কাকে তাই রাজনীতিতে আসতেই হবে।

এমনিতেই পরিকল্পনাকারী হিসেবে প্রিয়াঙ্কার সুনাম রয়েছে। নেতা হিসেবেও প্রথম সারির হওয়ার যোগ্যতা রাখেন। দুর্দান্ত কৌশলী হিসেবেও খ্যাতি রয়েছে তার। অনেকেই বিশ্বাস করেন, সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা প্রিয়াঙ্কা।

আন্তর্জাতিক