দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। ফলে ওয়ানডে সিরিজ জয়ের পর চাঙ্গা পাকিস্তান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।
শনিবার কিংসটনে টস জিতে ব্যাট নেওয়া স্বাগতিকরা করে ৭ উইকেটে ১৫২ রান। জবাবে শেষ বলে অভিষিক্ত জুলফিকার বাবরের ছক্কায় পাকিস্তান ৮ উইকেটে ১৫৮ রান করলে ২ উইকেটের জয় পায়। এর আগে অবশ্য দলের জয়ের ভিত গড়ে দেন ম্যাচসেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বলা যায় শহিদ আফ্রিদির ব্যাটে ভর করেই T-20 প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।
সাত নম্বরে নেমে আফ্রিদি ২৭ বলে ৪ চার ২ ছক্কায় ৪৬ রান করেন। তবে দলের জয়ে যখন দরকার ৯ বলে ৭ রান তখন আফ্রিদি লং অফে ব্রাভোর তালুবন্দি হন গ্যাব্রিয়েলের বলে। এ পর্যায়েও শঙ্কা জাগে পাকিস্তান শিবিরে। তবে সে শঙ্কা কাটান বাবর। স্যামুয়েলসের প্রথম বলে বাউন্ডারি মেরে ব্যবধান কমান। দ্বিতীয় ও তৃতীয় বলে কোনো রান না পেলেও চতুর্থ বলে লেগ-বাই সুবাদে এক রান নেন বাবর। ম্যাচ টাই হয়।
এরপর পঞ্চম বলে সাঈদ আজমল রান নিতে গিয়ে রানআউট হন। তখন বাবর স্ট্রাইকিং প্রান্তে যান। আর এক বলে জিততে এক রানের সমীকরণ তিনি ওভার বাউন্ডারি হাকিয়ে দলকে উৎসবে মাতান।
এর আগে কাইরন পোলার্ডের দ্রুত গতির ৪৯, ড্যারেন সামির ৩০ আর স্যামুয়েলসের ২৫ রানে ভর করে ক্যারিবীয়রা ১৫২ রান করে। পোলার্ড ৩৬ বলে ৪ টার ২ ছক্কায় এই রান করেন।
পাকিস্তানের পক্ষে জুলফিকার বাবর নেন ৩ উইকেট। আর মোহাম্মাদ হাফিজ পান ২ উইকেট। ক্যারিবীয় বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়ে সেরা গ্যাব্রিয়েল। তবে তিনি ৪ ওভারে ৪৪ রান দিয়ে দলের পরাজয় তরান্বিত করেন।