সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে

সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে

bagarসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে। লেনদেনের শুরুতেই সূচক পতন ঘটছে। এ সময় লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম  কমেছে। বেলা ১১টায় শুরু হয়েছে লেনদেন। চলবে দুপুর ২টা পর্যন্ত।

উল্লেখ্য, গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে পুঁজিবাজারে দরপতন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ: বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক (পুরাতন সূচক) ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএসইএঙ সূচক ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭০ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৩ পয়েন্টে আসে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত থাকে ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ: একই সময়ে সিএসই’তে সাধারণ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ৭ হাজার ৮৩৭ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৪০টির এবং  অপরিবর্তিত থাকে ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অর্থ বাণিজ্য