রনির জামিন আবেদনের শুনানি ১৩ আগস্ট

রনির জামিন আবেদনের শুনানি ১৩ আগস্ট

roniসরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির জামিনের আবেদন দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদন দাখিল করেন রনির আইনজীবী।
আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে জামিনের বিষয়ে আগামী ১৩ আগস্ট শুনানীর দিন ধার্য করেছেন।
গত বৃহস্পতিবার সিএমএম আদালতে এ আসামির জামিনের আবেদন করা হলে মহানগর ম্যাজিস্ট্রেট এস এম আতিকুর রহমান তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিএমএম আদালতের এ আদেশে সংক্ষুব্ধ হয়ে রনির পক্ষে এই জামিনের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রনির আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন।
উল্লেখ্য, গত ২১ জুলাই ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ২ সাংবাদিককে মারধরের ঘটনায় শাহবাগ থানায় করা হত্যা প্রচেষ্টার মামলায় গোলাম মাওলা রনিকে জামিন দেন আদালত। গত ২০ জুলাই হত্যাচেষ্টা, মারধর ও ভাংচুরের অভিযোগে বিকালে সাংসদ রনিসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেন ওই টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী।
বাংলাদেশ