বুধবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবার বাংলা, ইংরেজি ও অংক ছাড়া ২১টি সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৮৫৫টি এবং মোট কেন্দ্র দুই হাজার ৪৬৪টি।
এসএসসি পরীক্ষায় অংশ নেবে মোট ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন। মোট কেন্দ্র একে হাজার ২৭৮টি। শিক্ষা প্রতিষ্ঠান ১৫ হাজার ৯৩৩টি।
দাখিলে মোট পরীক্ষার্থী দুই লাখ ৭৫ জাহার ৯৩০ জন। মোট কেন্দ্র ৫৯৫টি। শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ১৯৭টি।
এসএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ৯১ হাজার ১৫৮ জন। মোট কেন্দ্র ৫৯১টি। শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৭২৫টি।
গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৫ হাজার ৫৫ জন। মোট বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ৫৫৮টি। মোট কেন্দ্র বেড়েছে ২৮৩টি।
‘এবার এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে’ আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী গত রোববার বলেন, পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বোর্ডের প্রতিটি কেন্দ্রের অনলাইন যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে।
তিনি জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য এবার পরীক্ষার সময়সীমা ২০ মিনিট বাড়ানো হয়েছে। এছাড়া এবার ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরে থেকে সাতটি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হবে। এগুলো হচ্ছে, জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, দোহা-কাতার, বাহরাইন ও ত্রিপোলি।