বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি’)’র বিজ্ঞানীকে বদলি করায় এবং একজন বিজ্ঞানীকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি করে বিজ্ঞানী-কর্মকর্তারা বিশেষ সভা করেছেন। ব্রি’ অডিটরিয়ামে বৃহস্পতিবার বিজ্ঞানী সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী শনিবারের মধ্যে বিজ্ঞানীদের দাবি মেনে না নিলে রবিবার থেকে বিজ্ঞানীরা লাগাতার ধর্মঘট পালনসহ নানা কর্মসূচি পালন করবেন। সভায় দু’জন বিজ্ঞানীকে লাঞ্ছিতকারীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াও ড. শমশের আলী ও ড. হুমাযূন কবিরের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ ছাড়াও তাদের আরো কয়েকটি দাবি মানা না হলে তারা নিয়মিত আন্দোলন করে যাবেন বলেও জানানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্রি’র বিজ্ঞানীরা ধারাবাহিক নানা কর্মসূচি পালন করবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামী রোববার বিএআরসি’তে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত সকল বিজ্ঞানী কালো ব্যাচ ধারণ করে অবস্থান ধর্মঘট এবং প্রতিবাদ কর্মসূচী পালন করবেন।
পরদিন সোমবার হতে প্রতিদিন ব্রি’তে পূর্ণ দিবস কর্মবিরতী পালন করবেন। ব্রি প্রশাসনকে কোন প্রকার সহযোগীতা না করা, ব্রি’র কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত সকল প্রশাসনিক কমিটি হতে সংশ্লিষ্ট সকল বিজ্ঞানীদের একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত ও গৃহিত হয়েছে।
পদত্যাগ পত্র আগামী ২৯ জুলাইয়ের মধ্যে ব্রিসার সভাপতি কাছে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞানী রেজাউল মনির রঞ্জুকে গত সোমবার লাঞ্ছিত করার ঘটনাকে ঘিরে গত দু’দিন ধরে ব্রি’ ক্যাম্পাসে উত্তেজনা রয়েছে ।