পরিবর্তনের সুযোগ রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

পরিবর্তনের সুযোগ রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থবছরের চলমান পরিস্থিতি পর্যালোচনায় যেকোনো সময় পরিবর্তন ও পরিবর্ধন করার সুযোগ রেখে বাংলাদেশ ব্যাংক আগামী ছয় মাসের জন্য নতুন জাতীয় মুদ্রানীতি ঘোষণা করেছে।

গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন।

এ মুদ্রানীতিকে ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি অভিহিত করে তিনি বলেন, ঘোষিত মুদ্রানীতি ভঙ্গি আমাদের অর্থনীতির বহিঃখাতের স্থিতিশীলতা জোরদার রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রবৃদ্ধি গতিশীল রাখবে। টাকার বিনিময় হারে অস্বাভাবিক অস্থিতিশীলতা পরিহারে বাংলাদেশ ব্যাংক আগের মতোই সজাগ থেকে বিনিময় হারের বাজার ভিত্তিক গতিধারা সুষ্ঠু রাখবে।

অর্থ বাণিজ্য