দুই সাংবাদিক পেটানোর মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তারের মধ্যদিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ। সুতরাং, এ অপরাধের সঙ্গে জড়িত মন্ত্রী-এমপি যেই হোক তাকে আদালতের বারান্দায় (কাঠগড়ায়) দাঁড়াতে হবে।
তিনি বলেন, ‘অনলাইন পত্রিকায় ভালো খবরের পাশপাশি অপপ্রচার ও গুজব, উস্কানি মোকাবেলার নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসকরা। তবে আমরা নিয়ন্ত্রণের নামে কণ্ঠরোধ চাই না। আমরা অনলাইন পত্রিকার প্রসার চাই, বিকাশ চাই।’
ইনু বলেন, ‘আমরা অনলাইন নীতিমালা করছি। মূলনীতির মধ্য থেকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়- সে বিষয়ে কিছু নতুন আইনও করা হয়েছে। আরো নতুন আইন করা যায় কিনা তা নীতিনির্ধারকরা ভাবছেন।’
উল্লেখ্য, সংবাদমাধ্যমের জন্য অষ্টম ওয়েজবোর্ড কবে নাগাদ গেজেট আকারে প্রকাশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।