শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রশাসনের পররাষ্ট্র দফতরের শীর্ষ তিন কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টায় এই তিনটি বৈঠক হয়। প্রতিটি বৈঠকের স্থায়িত্ব ছিল আধাঘণ্টা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি রবার্ট ও ব্লেইকের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। তবে এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
তবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নোয়েল ক্লে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানান যে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এরপর ইউনূস বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সহকারী সেক্রেটারি জোসে ফার্নান্দেজের সঙ্গে।
এর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় তিনি বৈঠকে বসেন মার্কিন সরকারের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সঙ্গে।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার ও ইউনূসের পাল্টাপাল্টি কথা চালাচালির পটভূমিতে এই তিনটি বৈঠক হলো।
বৈঠকে অংশ নেয়া তিন কর্মকর্তাই গত এক বছরে অন্তত একবার বাংলাদেশ সফর করে গেছেন।
উল্লেখ্য, ২০১১ সালে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। অপসারণের পর থেকে ইউনূস বলে আসছিলেন, সরকার এই ব্যাংকের ‘দখল’ নিতে চায়।