ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকার ছেলে সন্তানের জন্ম দিলেন ডাচেস অব ক্যামব্রিজ রাজবধূ কেট মিডলটন। রাজপুত্রের জন্মের সময় পাশে থেকেছেন বাবা প্রিন্স উইলিয়াম।
তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মা ও ছেলে সুস্থ আছেন। একদিন চিকিৎসকের পরিচর্যায় থাকবে হবে তাদের। অর্থাৎ বুধবার হাসপাতাল ছাড়তে পারবেন কেট ও রাজ শিশু।
এদিকে, রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন। আশা করা হচ্ছে, বুধবার নাগাদ ছেলেকে নিয়ে রাজ পরিবারে ফিরে আসবেন কেট।
এছাড়া স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যে এরই মধ্যে দুসপ্তাহের পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন উইলিয়াম। অন্যদিকে মধ্যবর্তী জুন থেকেই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন কেট।
উল্লেখ্য, ব্রিটেনের সিংহাসনের এ উত্তরাধিকারীর জন্মের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছিল রাজপরিবার এবং ব্রিটেনবাসী। ব্রিটিশ সময় বিকাল ৪.২৪ মিনিট আর বাংলাদেশ সময় রাত ১০.২৪ মিনিটে রাজপুত্রের জন্ম হয়। জন্মের সংবাদ পাওয়া মাত্রই আনন্দ আর উল্লাসে মেতে উঠে পুরো দেশ। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ডিক্রি জারির মাধ্যমে বিশ্ববাসীকে এ সুখবর জানানো হয়।