বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ মুখোমুখি আজ

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ মুখোমুখি আজ

munikআজ বুধবার একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পেপ গার্দিওলার সাবেক দল বার্সেলোনা এবং বর্তমান দল বায়ার্ন মিউনিখ। এ ম্যাচটির আয়োজক ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন।

নয়া কোচের সন্ধানে নামা বার্সেলোনা প্রধান কোচ ছাড়াই মিউনিখে পৌঁছেছে। গত শুক্রবার টিটো ভিলানোভা পদত্যাগ করার পর শূন্য হয়ে যায় প্রধান কোচের আসনটি। অবশ্য স্প্যানিশ জায়ান্টরা শীঘ্রই নতুন কোচের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

মিউনিখের এলিয়ানজ এরিনার ওই ম্যাচের জন্য ক্লাবের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন টিটোর সহকারী জর্ডি রোরা। এর আগে ভিলানোভা চিকিৎসাধীন থাকাকালে গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বটি পালন করেছেন ৪৫ বছর বয়সী জর্ডি।

গত মাসে বায়ার্নের দায়িত্ব গ্রহণ করেন গার্দিওলা। প্রায় এক বছর নিউইয়র্কে অবসর যাপনের পর ৪২ বছর বয়সী ওই কোচ বায়ার্নের দায়িত্ব গ্রহণের পর থেকেই বেভারিয়ানদের মধ্যে থাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

বার্সেলোনায় নতুন যোগ দেয়া ব্রাজিলীয় তারকা নেইমার এবং স্প্যানিশ তারকা কার্লেস পুওল ওই ম্যাচে যোগ দিতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। জাভিয়ার মার্সিরানো, আদ্রিয়ানো করেইয়া, এ্যালেঙ সং ও এ্যালেঙিস সানচেজের মতো সিনিয়র খেলোয়াড়দের দেখা যেতে পারে সাইডলাইনে। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি মাঠে নামার সম্ভাবনা থাকলেও পুরো সময় খেলার সম্ভাবনা খুবই কম।

ইতোমেধ্য মৌসুম পূর্ব টুর্নামেন্টে বুন্দেসলিগার প্রতিপক্ষ হামবুর্গ ও বুরুশিয়া ময়েনচেংলাদবাচকে হারালেও গার্দিওলার অধীনে নতুন চেহারার বায়ার্নের জন্য বার্সেলোনার সাথে প্রদর্শনী ম্যাচটিই হবে আসল পরীক্ষা।

খেলাধূলা