বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার প্রসারে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের সংগঠন ইউনূস সোশ্যাল বিজনেস (ওয়াইএসবি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি)।
গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির প্রশাসক ড. রাজ শাহ ও ড. মোহাম্মদ ইউনূসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. রাজ শাহ বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউএসএআইডি বিশ্বব্যাপী যেসব কাজ করে যাচ্ছে, ইউনূস সোশ্যাল বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া সে পরিকল্পনার অংশ।
এ চুক্তির মাধ্যমে সংস্থা দুটি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ বাজারভিত্তিক সমাধানে একযোগে কাজ করবে। তাছাড়া বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদি সামাজিক, আর্থিক ও পরিবেশগত উন্নতির জন্য সুবিধাবঞ্চিত ও অনুন্নত এলাকাগুলোতে সংগঠন দুটি একত্রে কাজ করে যাবে।
এ সময় ড. ইউনূস বলেন, আমি আনন্দের সাথে বলতে চাই, এই চুক্তি বিশ্বব্যাপী আমাদের সামাজিক ব্যবসা উদ্যোগকে আরো গতিময় করবে। ইউএসএইডির কারিগরি সহায়তা আমাদের সামাজিক ব্যবসার ইনকিউবেটর ফান্ডের বিস্তার বাড়াবে।