সর্বশেষ ২০০২ সালে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার পর আবারো পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে। আজ থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সময় বেলা ১টায় মুখোমুখি হবে এ দু’দল।
দীর্ঘ ১১ বছর আগে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবুয়ে। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওই ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। তবে জিম্বাবুয়ের মাটিতে ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। ১৯৯৮ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওই সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
তবে জিম্বাবুয়ের মাটিতে ভারতের সর্বশেষ সফরটি ছিল হতাশায় ভরপুর। শ্রীলংকা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে দু’বারই জিম্বাবুয়ের কাছে হারের স্বাদ পায় সুরেশ রায়নার দল।
ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে তার জায়গায় দলে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। এছাড়া বিশ্রামে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে। ফলে আরও তারুণ্যনির্ভর দলকে নিয়ে নতুন পরীক্ষায় নামতে হচ্ছে ভারতকে।
চলতি বছরের মে মাসে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ব্রেন্ডন টেইলরের দল। তাই ওই সিরিজের ফল থেকে নিজেদের উজ্জীবিত করতে পারে জিম্বাবুয়ে।
এখন পর্যন্ত ৫১টি সীমিত ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। এর মধ্যে ভারতের জয়ের পাল্লাই সবচেয়ে বেশি ভারী। ভারত ৩৯টি ম্যাচে ও জিম্বাবুয়ে ১০টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। আর দুটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।