বাংলাদেশ ও ভারতের মধ্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস দমন, বন্দি বিনিময়, সীমান্তে হত্যাকান্ড ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যুতে যৌথ উদ্যেগের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চারদিনব্যাপী চলা ১৪তম স্বরাষ্ট্রসচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব সি কিউ কে মোসতাক আহমদ এবং ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিয়ন সচিব অনিল গোস্বামী।
১৪তম স্বরাষ্ট্রসচিব পর্যায়ের এ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও চমৎকার। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে সফরের ফলে এ সম্পর্ক অধিকতর নতুন মাত্রা লাভ করেছে। বিভিন্ন হুমকি স্বত্ত্বেও দু’দেশের নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থা আগের তুলনায় শক্তিশালী।
বৈঠেকে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিয়ন সচিব অনিল গোস্বামী দেশটির নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে আরো সহযোগি হওয়ার আহবান জানান।