জাতীয় পার্টি আর কারো ডাকে সাড়া দেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি আলোচনায় আছে। তৃতীয় শক্তি হিসেবে নয়, প্রধান শক্তি হিসেবে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, সরকার গঠনের জন্য মানুষ জাতীয় পার্টিকে ডাকছে। সাধারণ মানুষের এই ডাকে সাড়া দিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি আবারো সরকার গঠন করবে। আর দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়েই সেই সরকার গঠন করা হবে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, অতীতে যারা জাতীয় পার্টি ত্যাগ করেছে তারা এখন এতিম হয়ে গেছে। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, দল আগেও ভেঙ্গেছে। কিন্তু কর্মীরা ভাঙ্গেনি।
তিনি এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার ওপর আস্থা রাখো। আমরা ক্ষমতায় যাবোই। সে পথ পরিষ্কার হয়ে গেছে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।