৭১-এর মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর রায় যেকোনো দিন দেয়া হবে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার আসামিপক্ষে শুনানি শেষ করেন ট্রাইব্যুনালে জামায়াতের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দেন। এ রায়ের প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়। এরপর আইন সংশোধন করে সরকার। মূল আইনে সাজা বাড়াতে সরকারপক্ষের আপিলের বিধান না থাকলেও আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন সংশোধন করে সরকারকে আপিলের সুযোগ দেয়া হয়। পরে সরকার ও আসামিপক্ষ আপিল করে।